কালুখালীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বোরহান উদ্দিন || ২০২৬-০১-১২ ১৪:২৮:২১

image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়ী জেলার কালুখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  
 গতকাল ১২ই জানুয়ারী বিকেলে কালুখালী উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান। সদস্য-সচিব ডাঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ।
 এ সময় হারুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার একজন দৃঢ় প্রহরী ছিলেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে, সংকটের সময়েও বেগম খালেদা জিয়া আপস না করে দেশ ও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন সাহস, ত্যাগ ও সংগ্রামের অনন্য দৃষ্টান্ত। ” 
 তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও জোরদার করার অঙ্গীকার করছি।”
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ভিপি বকুল বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
 প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু। তিনি বলেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে। তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করতে হবে।
 বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
 অনুষ্ঠানে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মঞ্জুর হোসেন মঞ্জু, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদারসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, তরুণ দল ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য হাফেজ আরাফাত রহমান। এ সময় তাঁর রুহের শান্তি কামনায় উপস্থিত সবাই মোনাজাতে অংশ নেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com