রাজবাড়ী টাউন হলের নিজস্ব জায়গায় গতকাল ১২ই জানয়ারী দুপুরে ডিসি টাউন হল পার্কের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজবাড়ী টাউন হলের জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই পরিত্যাক্ত স্থানে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই পরিত্যাক্ত জায়গায় ডিসি টাউন হল পার্ক নির্মাণ করা হবে।
পার্কের মূল পরিকল্পনায় থাকবে একটি উন্মুক্ত মঞ্চ, আধুনিক ওয়াকওয়ে এবং হাসপাতাল সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ। একই সাথে পরিত্যক্ত স্থানের সৌন্দর্য্য বর্ধন ও জনবান্ধব বিনোদন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com