স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর প্রধান প্রকৌশলী(রুটিন দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী(গ্রেড-২) মোঃ বেলাল হোসেন।
গতকাল ১৪ই জানুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশাফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মোঃ বেলাল হোসেন এলজিইডি সদর দপ্তরে পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিটে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সে দায়িত্বের পাশাপাশি তিনি রুটিন দায়িত্ব হিসাবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি’র) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন একজন সৎ, দক্ষ, সজ্জন ও স্বল্পভাষী কর্মকর্তা হিসাবে ব্যাপক পরিচিত। এর আগে দীর্ঘদিন তিনি এলজিইডি সদর দপ্তরে প্রশাসন বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন। তার মেধা ও দক্ষতায় এলজিইডিতে গতি ফিরে আসবে বলে অনেকেই আশাব্যক্ত করেছেন। সহকর্মীরা তার সুস্বাস্থ্য কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com