আগামী ১০ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিঃ মাহবুব আলম শাহিনের ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯শে নভেম্বর বিকালে গোয়ালন্দ বাজারস্থ বিএনপির উপজেলা নির্বাচন পরিচালনা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার আব্দুল মুহিত হিরা’র সভাপতিত্বে ও কৃষক দল নেতা রুস্তম মোল্লার সঞ্চালনায় সভায় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডঃ এম.এ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ, শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদক আয়ুব আলী খান, আবুল কাশেম মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক দেওয়ান ও মোশারফ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ গ্রুপিং ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিঃ মাহবুব আলম শাহিনের পক্ষে কাজ করার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার পূর্বে দলীয় প্রার্থী ইঞ্জিঃ মাহবুব আলম শাহিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোয়ালন্দ বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com