ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মৃত ব্যক্তিদের নামেও ভোট দেওয়া হয়েছে।
গতকাল ২৫শে জানুয়ারি বিকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন বিএনপি আয়োজিত স্বরুপার চক ঈদগাঁহ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাজেদ মাষ্টারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিগত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহাম্মদ, সাবেক সাধারণ মোঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান, যুগ্ম আহবায়ক রাজু শিকদার, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাঈদ মোল্লা, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল প্রমুখ।
নির্বাচন প্রচারণায় সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন।
বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সকাল ১১টায় বরাট বাজার ও অন্তর মোড়, এলাকা গণসংযোগ করেন। দুপুর ২টার পর মোহাম্মদ আলী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রেল গেটে পথসভায় বক্তব্য রাখেন পথ সভা শেষে বিকাল ৪টায় ছোট ভাকলা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথ সভায় যোগদান করেন।
এ সময় রাস্তার মোড়ে মোড়ে নারী পুরুষ মিলিত হয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে শুভেচ্ছা জানায়। তিনিও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com