রাজবাড়ী সদরের বরাট ইউনিয়ন পরিষদে ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২০-১২-০২ ১৩:৪১:২৭

image

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২রা ডিসেম্বর সকালে সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ ধরণের উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক’ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

  ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ হালিম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপস বক্তব্য রাখেন। 

  বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ ধরণের উদ্যোগ (নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচী এবং আমার বাড়ী আমার খামার) ব্র্যান্ডিং বিষয়ে বিশদ আলোচনা করেন। 

  সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার পাভেল দাস মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ ধরণের উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশ্যই মাস্ক পরিধানসহ সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল। প্রায় একশ’ নারী-পুরুষ ও শিশু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com