রাজবাড়ী জেলার গ্রন্থাগারিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল মিয়া || ২০২০-১২-০২ ১৩:৪৪:৩৬

image

পেশাজীবী গ্রন্থাগারিকদের সংগঠন ‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)’ এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর গ্রন্থাগারিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ‘ড. মোঃ মিজানুর রহমান-মোহাম্মাদ হামিদুর রহমান তুষার-মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া পরিষদ’ এর নেতৃবৃন্দ।

  গতকাল ২রা ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী সরকারী গণগ্রন্থাগারের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ীর ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত গ্রন্থাগারিকরা অংশগ্রহণ করেন। 

  রাজবাড়ী সরকারী গণগ্রন্থাগারের সিনিয়র গ্রন্থাগারিক মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ‘ড. মোঃ মিজানুর রহমান-মোহাম্মাদ হামিদুর রহমান তুষার-মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া পরিষদ’-এর সভাপতি প্রার্থী ল্যাবের সাবেক মহাসচিব ব্যানবেইসের গ্রন্থাগারিক ড. মোঃ মিজানুর রহমান, মহাসচিব প্রার্থী গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মোঃ ইউনুস আলী অনিম, উপ-গ্রন্থাগারিক(প্রশাসন) মোঃ নোমান হোসেন, চট্টগ্রাম বিভাগের সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ পেশাজীবী গ্রন্থাগারিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে ড. মোঃ মিজানুর রহমান-মোহাম্মাদ হামিদুর রহমান তুষার-মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান। 

  উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর একযোগে দেশের ৮টি বিভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(প্রেষণে নিযুক্ত) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com