পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আকতার মিনু

মোক্তার হোসেন || ২০২০-১২-০২ ১৩:৪৮:১৩

image

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শামীমা আকতার মিনু। 

গত ২৯শে নভেম্বর থেকে সাময়িকভাবে একাডেমিক দায়িত্ব¡ পালন করছেন তিনি। শামীমা আকতার মিনু ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।

  জানা যায়, অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী ছুটি/অফিসিয়াল কাজে প্রতিষ্ঠানে অনুপস্থিতজনিত কারণে পাংশা সরকারী কলেজ স্মারক নং-২০২০/৩৮৯৩, তাং-২৯/১১/২০২০ মোতাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শামীমা আকতার মিনুকে সাময়িক ভাবে একাডেমিক দায়িত্ব পালনের জন্য পত্র প্রদান করেন।

  ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আকতার মিনু বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজ সরকারী হয়েছে। কলেজের সুনাম ধরে রাখা এবং শিক্ষার মানোন্নয়নে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন তিনি। এক্ষেত্রে কলেজের সকল বিভাগের শিক্ষক-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

  অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী জানান, তিনি বর্তমানে অসুস্থ আছেন। করোনা নমুনা পরীক্ষা কার্যক্রমে ঢাকায় নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন তিনি। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com