রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

শেখ মামুন || ২০২০-১২-০৩ ১৩:২৫:৪২

image

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

  গতকাল ৩রা ডিসেম্বর সকালে রাজবাড়ীর কাজী হেদায়তে হোসেন স্টেডিয়ামে এই সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ২৬শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এই কারাতে প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদান করেন কারাতের ন্যাশনাল রেফারী ফজর আলী ফয়েজ, ব্লাক বেল্ট-৩ৎফ ড্যান। সহ-প্রশিক্ষক হিসেবে ছিলেন শফি উদ্দিন মাহমুদ, ব্লাক বেল্ট-১ংঃ ড্যান।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com