রাজবাড়ীতে কাজী হোমিও ফার্মেসীতে র‌্যাবের অভিযানে চিকিৎসক গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২০-১২-০৩ ১৩:৩০:২১

image

রাজবাড়ীতে ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে ডাঃ কাজী ইমাম আজম(৫৫) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব। 

  গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে রাজবাড়ী শহরের স্টেশন রোড এলাকায় তার নিজস্ব কাজী হোমিও ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ হয়। 

  অভিযানকালে ওই হোমিও ফার্মেসী থেকে বিপুল পরিমানের ভেজাল ওষুধ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ করে র‌্যাব সদস্যরা। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোমিও চিকিৎসক কাজী ইমাম আজমকে ৩৫হাজার টাকা জরিমানা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। 

  এ ঘটনায় হোমিও চিকিৎসক কাজী ইমাম আজমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানায় র‌্যাব।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com