রাজবাড়ী সদরের উড়াকান্দা বেড়ীবাঁধে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা চুরি

স্টাফ রিপোর্টার || ২০২০-১২-০৩ ১৫:০৩:১৭

image

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বেড়ী বাঁধ এলাকায় চালককে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। 

  গত ২রা ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। আহত অটোরিক্সা চালক সাব্বির হোসেন(১৭) বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা হেলিপ্যাড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় সাব্বির হোসেনের বড় ভাই সাদ্দাম হোসেন(৩২) বাদী হয়ে গতকাল ৩রা ডিসেম্বর রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

  সাদ্দাম হোসেন জানায়, সাব্বির গত প্রায় ২মাস ধরে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার জনৈক পারভেজের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে আসছিল। গত ২রা ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সে অটোরিক্সাটি নিয়ে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থানকালে একজন পুরুষ ও একজন মহিলা ঘুরাঘুরি করবে বলে অটোরিক্সাটি রিজার্ভ করে। এরপর বিভিন্ন স্থানে ঘুরাঘুরির পর দুপুর ২টার দিকে উড়াকান্দা বেড়ী বাঁধ এলাকায় তারা সাব্বিরকে কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশানো পাউরুটি খাওয়ালে সে ভারসাম্য হারিয়ে ফেললে তারা সাব্বিরকে সেখানে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com