বালিয়াকান্দির বহরপুরের দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২০-০৫-২২ ১৮:৪৮:৩৯

image

বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৬০টি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
  গতকাল ২২শে মে সকালে বহরপুর ২নং ওয়ার্ড সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মকবুল হোসেন, ব্যবসায়ী হাসান আলী শেখ, বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক সঞ্জয় কুন্ডু, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি রণজিৎ কুমার পাল, সর্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি বিপ্লব পাল, ব্যবসায়ী রবিন ঘোষ, গৌরাঙ্গ দাস, নাদিম দত্ত, রাজীব গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি ও ১ প্যাকেট করে সেমাই। 
  উল্লেখ্য, বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সচ্ছল বাসিন্দাদের পক্ষ থেকে দুস্থ-অসহায় পরিবারগুলোর মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com