আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে বালিয়াকান্দি উপজেলার ১৪৫টি দুস্থ-অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল ২২শে মে দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা তালিকাভুক্তদের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাই।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার এর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে তালিকা করে বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com