রাজবাড়ীতে ‘প্রবাসী বন্ধু’ সংগঠনের উদ্যোগে ৪৫০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আশিকুর রহমান || ২০২০-০৫-২২ ১৮:৫০:১৮

image

‘প্রবাসী বন্ধু’ সংগঠনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের ৪৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২২শে মে সকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অটো রিক্সাযোগে ইউনিয়ন ২টির গ্রামে গ্রামে ঘুরে প্রবাসীদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
  বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি মিনিকেট চাল, ১ কেজি পোলাও’র চাল, ১লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ২০০ গ্রামের ১টি গুড়ো দুধের প্যাকেট, ১প্যাকেট সেমাই, ১টি ডেটল সাবান ও কিসমিস। 
  এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে মৃত এক প্রবাসীর পরিবারকে(মা, স্ত্রী ও ছেলে) ঈদ উপহার হিসেবে শাড়ী ও পাঞ্জাবী প্রদান করা হয়। 
  সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রাজবাড়ী জেলার ১৫০ জন প্রবাসীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপ খুলে আলোচনার মাধ্যমে ২০১৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ‘দেশ ও মানবতার কল্যাণে আমরা’-শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com