দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি-দুর্ভোগ

আবুল হোসেন || ২০২০-১২-০৭ ১৪:২৯:১২

image

ঘন কুয়াশার কারণে গত ৬ই ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে গতকাল ৭ই ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত একটানা ১০ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। 

  এছাড়াও ঘন কুয়াশার কারণে যানবাহন ও যাত্রী নিয়ে কয়েকটি ফেরী মাঝ নদীতে নোঙ্গর করে থাকতে বাধ্য হয়। এতে আটকে থাকা যানবাহনের চালক-শ্রমিক ও যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক(বাণিজ্য) মাহাবুব হোসেন জানান, ঘন কুয়াশার কারণে বাধ্য হয়ে রবিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গতকাল সোমবার সকাল ১০টা থেকে ফেরী চলাচল শুরু করা হয়। 

  সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে আটকে পড়া যানবাহনগুলো সারিবদ্ধভাবে মহাসড়কের এক পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক-কভার্ড ভ্যানের পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী বাসও ছিল। দীর্ঘ সময় আটকে থাকায় যানবাহনগুলোর চালক-শ্রমিক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। 

  অপরদিকে, গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী সদরের কল্যাণপুর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে একইভাবে মহাসড়কের একপাশ দিয়ে শত শত পণ্যবাহী যানবাহনকে আটকে থাকতে দেখা যায়। ঘাটের উপর চাপ কমাতে প্রায় নিয়মিতভাবে পুলিশ এভাবেই সাধারণ পণ্যবাহী যানবাহনগুলোকে আটকে রাখে। এতে ওই সকল যানবাহনের চালক-শ্রমিকদেরও দুর্ভোগ পোহাতে হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com