রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার লন্ডন প্রবাসী তানিয়া জাহান ঝর্ণার লেখা ‘স্বপ্নে আঁকা ছবি’ নামে একটি গানের সিডি প্রকাশিত হয়েছে।
ভারতের ক্লাসিক্যাল মিউজিক কোম্পানী ‘রাগা মিউজিক’ কর্তৃক প্রকাশিত সিডির ৮টি গানেরই সুর করেছেন সৌমেন অধিকারী এবং কণ্ঠ দিয়েছেন সৌমেন অধিকারী ও রূপা বন্দোপাধ্যায়। ‘কপালে টিপ হাতে রেশমী চুড়ি’; ‘ঐ আকাশে সাদা মেঘে হারায় মন’; ‘পলাতক মন পড়ে রয় ঘরে’; ‘তোমার আমার কতই না মিল’; ‘ঠিক যেভাবে বৃষ্টি ঝরে’; ‘আশাহত প্রাণে আজ বিষণ্নতার ভীড়’; ‘ও নায়ের মাঝি’ এবং ‘নীল ভ্রমরা ফুলের মধু আর খাইয়ো না’ শিরোনামের প্রতিটি গানই অনবদ্য ও হৃদয়গ্রাহী।
বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রবাসী তানিয়া জাহান ঝর্ণার জন্ম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামে। তার শ্বশুর বাড়ীও একই উপজেলার শালমারা গ্রামে। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য ও প্রকৃত প্রেমী। অবসরে তিনি বই পড়া, গান শোনা, গান গাওয়া ও লেখালেখি করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com