জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গতকাল ২২শে মে রাজবাড়ী জেলার সকল উপজেলার এতিমখানাগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র অনুপ্রেরণায় এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেন যশোর সেনানিবাসের ‘দুর্ধর্ষ দশ’-এর সেনা সদস্যরা। জনসেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি এবার পিতা-মাতাহীন কোমলমতি শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস হাতে নেন সেনাবাহিনীর সদস্যরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com