যুক্তরাষ্ট্রে একদিনে কোভিড-১৯ জনিত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছে ৩০৫৪ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে কোন দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ৭ই মে দেশটিতে একদিনে সবচেয়ে বেশী ২৭৬৯ জনের মৃত্যু হয়েছিল।
কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ ৬ হাজারেরও বেশী রোগী যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি আছেন। দেশটির অনেকগুলো রাজ্যের হাসপাতালগুলো রোগীতে প্রায় উপচে পড়েছে। লোকজন অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ ও বড় ধরনের জনসমাবেশ না এড়ালে আসছে সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ‘থ্যাংস গিভিং’ এর ছুটির সময় লোকজন অসাবধান হওয়াতেই ফের সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
করোনা ভাইরাস সঙ্কট সামাল দিতে না পারায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন, অপরদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। দেড় কোটিরও বেশি শনাক্ত রোগী ও ২ লাখ ৮৯ হাজারেরও বেশী মৃত্যু নিয়ে মহামারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হয়ে আছে যুক্তরাষ্ট্র।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com