আমিরাতে বাংলাদেশী কমিউনিটি’র উদ্যোগে রাষ্ট্রদূতকে সংবর্ধনা প্রদান

আমিরাত থেকে ওবায়দুল হক মানিক || ২০২০-১২-১২ ১৩:১৯:৫৯

image

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

  গত ১০ই ডিসেম্বর দুবাইয়ের শেখ জায়েদ রোডের ক্রাউন প্লাজার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইঞ্জিঃ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও আইয়ুব আলী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, অন্যান্যের মধ্যে দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই’র প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান নাসির, জনতা ব্যাংকের দুবাই শাখার ব্যবস্থাপক আব্দুল মালিক, ডা. সৈয়দ নুর মোহাম্মদ, ইঞ্জিঃ আব্দুস সালাম, ইসমাইল গনি চৌধুরী, মাহবুবুল আলম মানিক, আবুল বাশার, আরশাদ হোসেন হিরু, সাইফুদ্দিন আহমেদ, আব্দুল আলিম, ইঞ্জিঃ জিল্লুর রহমান, হাজী শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জসিম উদ্দিন পলাশ, ইঞ্জিঃ মোরদেশ চৌধুরী, নাসির উদ্দিন কাউছার, এস.এম শফিকুল ইসলাম, জাফর আহম্মেদ, জুলি জাফর প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে সংবর্ধিত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। তিনি ৪বার আমিরাত সফর করেছেন। আমিরাতের সাথে বাংলাদেশের বর্তমান এই সম্পর্ক ধরে রাখতে হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com