গোয়ালন্দে নানা কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মইনুল হক মৃধা || ২০২০-১২-১৪ ১৩:৩৯:৩৫

image

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ১৪ই ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com