বিজয় দিবসে রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

শেখ রনজু আহাম্মেদ || ২০২০-১২-১৬ ১৫:১৪:৫১

image

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির দুই পক্ষের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। 

  রাত ১২টার পর বিজয়ের প্রথম প্রহরে জেলা বিএনপি কার্যালয় থেকে সংক্ষিপ্ত শোভাযাত্রা সহকারে রাজবাড়ী রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ কামরুল আলম, যুগ্ম-আহ্বায়ক এডঃ  কে.এ বারী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান আতা, রেজাউল করিম সিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান লাল, মহব্বত হোসেন খোকন, খাইরুল ইসলাম ভুঁইয়া খাইরু, শামসুল আলম খান রানা, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

  অপরদিকে সকাল সোয়া ৮টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একইভাবে শোভাযাত্রা সহকারে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, এডঃ এম.এ গফুর, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন, বিএনপি নেতা আফছার আলী সরদার, এ মজিদ বিশ্বাস, কে. এ সবুর শাহীন, খায়রুল আনাম মকুল, মনিরুজ্জামান মনি, এডঃ নেকবার হোসেন মনি, গোলাম মহিউদ্দিন গিটার, রাকিবুল হাসান ফারুক, আরিফুজ্জামান আরিফ ও রবিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com