মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু || ২০২০-১২-২০ ১৪:০৩:০২

image

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আয়োজনে ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯শে ডিসেম্বর রাত ৯টায় এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

  নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কফিল আহমেদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাঈদ রহমান, সাদিক রহমান, সাংস্কৃতিক সম্পাদক হরে কৃষ্ণ রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিটি কমিশনার ইমরান হোসাইন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান চৌধুরী তানিম, প্যাটারসন সিটি আওয়ামী লীগের আহ্বায়ক শাহেক হোসেনকে যুগ্ম-আহ্বায়ক শাইকুল ইসলাম নাঈম, নাহাদ চৌধুরী সানিয়াত, রাজু খান, দ্বীপ্ত রায় প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য সুজন আহমেদ সাজু, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার সাদাত, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, মোহাম্মদ আব্দুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা ইছহাক মিয়া, দেলোয়ার হোসেন হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হাছান রিপন, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডঃ হাফিজুর রহমান, মুক্তিযাদ্ধ বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, শিল্প বিষয়ক সম্পাদক এডঃ মেহনাজ রহমান, কার্যনির্বাহী সদস্য ফয়সল আহমেদ, মশাইদ চৌধুরী, মোনোহার হোসেন, অপু সেন, সাব্বির আহমেদ, প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহেদ আহমেদ, সজিব আহমেদ চৌধুরী রুবেল, আবুল কালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কারিগরি সহযোগিতায় ছিলেন প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাজু খান ও আবিদ চৌধুরী।

   অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, চতুর্মুখী দেশী-বিদেশী ষড়যন্ত্র আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারেনি-ভবিষ্যতেও পারবে না, তার বড় প্রমাণ পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে বিজয়ের মাসে আরেকবার বাঙালীরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে।

   প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেন , হেনরী কিসিঞ্জারদের অবজ্ঞা ও তাচ্ছিল্যের ‘তলাবিহীন ঝুড়ি’র আমাদের সেই বাংলাদেশ এক অসাধ্য সাধন করেছে। আমরা দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন করেছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com