রাজবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২০-১২-২০ ১৪:০৫:৩০

image

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জেলার ৩জন সেরা রেমিটেন্স প্রেরণকারীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সরোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ, কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফরিদপুরের উপ-সহকারী পরিচালক শাহরিয়ার আহসান, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

  এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অভিবাসী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক প্রদান এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও বই বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com