পাংশা কলেজের অধ্যক্ষ আতাউল হকের দুর্নীতি তদন্তে মাউশি’র কমিটি গঠন

স্টাফ রিপোর্টার || ২০২০-১২-২১ ১৫:০৫:১৭

image

 ব্যাপক দুর্নীতি-অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগে রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

  জানা গেছে, দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গত ২৪ নভেম্বর ০০.০১.০০০০০.৫০৩.২৬ (১ম অংশ).০৮৯.২০-১৬৮৪৫ নং স্মারকের পত্রের প্রেক্ষিতে অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খাঁন চৌধুরীর বিরুদ্ধে কলেজের বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মাউশির উপ-পরিচালক (এইচআরএম) প্রফেসর মুহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পরিচালক এরফানুল হক শোয়েব এবং সহকারী পরিচালক (অর্থ ও ক্রয়) তানভীর মোশারফ এর সমন্নয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

  উল্লেখ্য, গত ১৩ই ডিসেম্বর দৈনিক মাতৃকণ্ঠে “ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সচিবকে এমপি’র ডিও লেটার॥মাউশির ডিজির বরাবর শিক্ষকদের অভিযোগ॥অধ্যক্ষ আতাউল হকের আর্থিক দুর্নীতিতে নিমজ্জিত পাংশা সরকারী কলেজ॥কয়েক কোটি টাকার ঘাপলা॥“নজরদিন” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com