রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে গত ২১শে ডিসেম্বর রাতে থানা এলাকা থেকে মাদকসহ, সাজাপ্রাপ্ত ও মামলার ওয়ারেন্টের আসামীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খন্দকার পাড়া গ্রামের খন্দকার মেহেদী হাসানের ছেলে শিপন খন্দকার(২২) ও বেথুলিয়া ডাঙ্গীপাড়া গ্রামের মতিয়ার শেখের ছেলে সজীব শেখ (২৮)কে বেথুলিয়া ডাঙ্গীপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ, এছাড়া দায়রা-৯৩/২০ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল সালাম শেখ, দায়রা-৬০৫/১৯ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী খন্দকার সালাউদ্দিন, সি.আর-০৩/১৯ নং মামলার ওয়ারেন্টের আসামী শরীফুজ্জামান মজুমদার, সি.আর-৭০৫/১৯ নং মামলার ওয়ারেন্টের আসামী রাসেল মল্লিক এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় নুরাল প্রামানিককে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদেরকে গতকাল ২২শে ডিসেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com