রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নে ৮শত হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর ত্রাণ বি

আশিকুর রহমান || ২০২০-০৫-২৪ ০২:১৮:১৮

image

॥আশিকুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৮০০ হতদরিদ্র পরিবারের মধ্যে করোনা ভাইরাসের জন্য সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৩শে মে সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু।
  এ সময় ট্যাগ অফিসার মোঃ মিলন ফকির, ইউপি সচিক সোয়েবুর রহমান রাজীবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
  এ নিয়ে বসন্তপুর ইউনিয়নে মোট ১৬০০ হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। 
  এছাড়া ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবুর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ২০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com