রাজবাড়ীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনে ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা

আসহাবুল ইয়ামিন রয়েন || ২০২০-১২-২৩ ১৪:২২:৫৩

image

জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৩শে ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিডিআরআইএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত ভার্চ্যুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

  কর্মশালায় জুম অ্যাপ ব্যবহারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে রেজিস্ট্রার জেনারেল(অতিরিক্ত সচিব) মানিক লাল বণিক, বিডিআইআরএস প্রকল্পের কনসালটেন্ট সিরাজুল ইসলাম খান, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসন, সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে  উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। 

  প্রশিক্ষণে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ, কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবনসহ বিডিআরআইএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com