প্রশংসনীয় উদ্যোগ ঃ কালুখালীতে পত্রিকার হকারের কম্বল বিতরণ

কালুখালী প্রতিনিধি || ২০২০-১২-২৪ ১৪:১৪:০৬

image

ইতিমধ্যেই জেঁকে বসেছে শীত। সচ্ছল, সামর্থ্যবানরা নানাভাবে শীতের এ সময়কে উপভোগ করলেও প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে গরীব, দুস্থ-অসহায় মানুষের দুর্ভোগের সীমা থাকে না। 
  এ অবস্থায় বিবেকের তাড়নায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে দুস্থ-অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করে চলেছেন পত্রিকার হকার(ভ্রাম্যমাণ বিক্রেতা) আবু সাঈদ মুন্সি। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ-অসহায়দের খুঁজে খুঁজে তাদের হাতে ১টি করে কম্বল তুলে দিচ্ছেন। কিভাবে আরও বেশী সংখ্যক মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা যায় সেই চিন্তা থেকে তিনি অনেক বিত্তবানের কাছে গেলেও কেউ সহায়তার হাত বাড়ায়নি। শুধুমাত্র মালিয়াট গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর জুলফিকার হোসেন চৌধুরী তাকে সহযোগিতা করেছেন। তার সহযোগিতায় গত ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় আবু সাঈদ মুন্সি কালুখালী রেলওয়ে স্টেশনে কিছু দুস্থ-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। 
  এ সময় আবু সাঈদ মুন্সি বলেন, আমি গরীব মানুষ। পত্রিকা বিক্রি করে সংসার চালাই। এ জন্য গরীব মানুষের কষ্ট আমি বুঝি। তাই আমার এই সামান্য উদ্যোগ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com