বালিয়াকান্দিতে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২০-১২-৩১ ১৬:০২:২৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩১শে ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে এবং বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আল মাসুদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এনটিআরসিএ’র সচিব(উপ-সচিব) ড. এটিএম মাহবুব-উল-করিম, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপ-সচিব মাহবুব-উল-করিমের সহধর্মিনী শামা সিন্হা যুথি, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com