যুক্তরাজ্যের প্রধামন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে দ্বিতীয়বার লকডাউন ভঙ্গের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || ২০২০-০৫-২৪ ১৩:৪০:৩৭

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের অন্যতম প্রধান উপদেষ্টার বিরুদ্ধে রোববার দ্বিতীয়বারের মতো লকডাউন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সরকার শনিবার, করোনার উপসর্গ নিয়ে লকডাউন আইন ভঙ্গ করে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করায় প্রধান উপদেষ্টা ডমিনিক কিউমিংস -এর বিরুদ্ধে আনিত অভিযোগে তাকে পদচ্যুত করার আহ্বান নাকোচ করে দিয়েছে।
কিউমিং ৩০ মার্চ তার করোনার উপসর্গের ঘোষণা দিলেও ৩০ মার্চ তাকে তার যুব বয়সী ছেলে এবং বৃদ্ধ পিতামাতার সঙ্গে ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে লন্ডনে তার বাড়ি থেকে ২৫০ মাইল দূরে ডারহাম-এ মিলিত হতে দেখা যায়।
অবজারভার ও সানডে মিরর সংবাদপত্র দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় যে, দ্বিতীয়বারের মতো লকডাউন আইন ভঙ্গ করে ১৯ এপ্রিল তাকে ডারহামে দেখা যায়। এর কদিন পরে উত্তরাঞ্চল ঘুরে এসে তিনি লন্ডনে তার কাজে যোগ দেন।
অপর এক সৃত্র সংবাদপত্র দুটিকে জানায়, কিউমিংসকে ১২ এপ্রিল ডারহম থেকে ৩০ কিলোমিটার দূরে বার্নার্ড ক্যাসেল শহরে অবস্থান করতে দেখা গেছে।
সরকার কিউমিংসকে পদচ্যুত না করায় ডাউনিং স্ট্রিট শনিবার রাতে নতুন অভিযোগ আমলে নেয়ায় ‘কালক্ষেপণ না করার’ কথা জানায়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com