গতকাল ১লা জানুয়ারী ভোর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে আক্কাস নামে এক জেলের জালে ২০ কেজি ৫শ’ গ্রাম ওজনের বিশালাকৃতির কাতল মাছটি ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসার পর নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৬শ’ টাকা কেজি দরে ৩২ হাজার ৮শ’ টাকা দিয়ে কিনে নেয়। পরে সে ১৭শ’ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com