আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন কালুখালীর সুইট

দেবাশীষ বিশ্বাস || ২০২১-০১-০৩ ১৩:২০:০০

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান খান সুইট পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 

  সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি অধ্যাপক ড. মোঃ হোসেনকে চেয়ারম্যান এবং প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার খানকে সদস্য সচিব করে গঠিত ৭১ সদস্য বিশিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন। 

  পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে স্থান পাওয়ায় কামরুজ্জামান খান সুইট বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হোসেন মুনসুর ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ২০১৭ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাথে কাজ করার ইচ্ছাও পোষণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com