ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর মেডিকেল কলেজ শাখার কমিটি বিলুপ্ত করে ১০ সদস্য বিশিষ্ট ১বছর মেয়াদী নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গত ১৩ই ডিসেম্বর নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে মাশতুরা মোশাররফ ঐষিকাকে সভাপতি, খান মোঃ সাকিব শারদ, রাশেদুজ্জামান জয় ও এস.এম রায়হানকে সহ-সভাপতি, ইমরুল হাসান জীমকে সাধারণ সম্পাদক, লোপা মনি ও মেহেদী হাসান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অনিন্দ পাল অন্তর, মাইনুল হাসান মাহির ও মোহাইমিনুল সাকিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে -প্রেস বিজ্ঞপ্তি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com