কালুখালীর সাওরাইল ইউপিতে ব্যতিক্রমী সংগঠন এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন

মোক্তার হোসেন || ২০২০-০৫-২৪ ১৪:৪৭:০১

image

করোনা দুর্যোগের দিনে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী একাডেমির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন বরাবরের মত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। 
  সংগঠনের উদ্যোগে গত ২২শে মে সাওরাইল, কশবামাজাইল ও পাট্টা ইউনিয়ন এলাকার ৩শ’ অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তেল, আটা ও লবন) এবং ঈদ আনন্দ প্যাকেট (সেমাই, চিনি, গুড়াদুধ, কিসমিস ও সাবান) বিতরণ করেছে। ২০১৬ সাল থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
  সংগঠনের প্রধান সমন্বয়ক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শান মুহাম্মদ ইরান জানান, ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী একাডেমির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ব্যাচের ৫শ’ স্বেচ্ছাসেবী নিয়ে এই সংগঠনটি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও  দুর্যোগে সেবাদানসহ সামাজিক উন্নয়নমূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর মহান স্বাধীনতা দিবসে এলাকার ১০টি মাধ্যমিক স্কুলের সমন্বয়ে সংগঠনটির অনন্য আয়োজন শিক্ষা উৎসব এলাকার সর্বসাধারণের মাঝে প্রশংসিত হয়েছে। এছাড়াও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, হেলথ ক্যাম্প, স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্লাড ব্যাংক, বৃক্ষরোপন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান প্রভৃতি কাজের মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তরুণ এই চিকিৎসক আরো বলেন, করোনা প্রকোপের শুরুতেই মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখেছে সংগঠনটি।
  সংগঠনের অন্যতম অভিভাবক ও প্রিয়মুখ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক শাওন চৌধুরী জানান, সংগঠনটির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ভালবাসা ও আবেগের নাম। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের ন্যায় দেশ ও সমাজের প্রয়োজনে এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত একদল সাহসী, উদ্যোমী ও কর্মঠ মানুষের সংগঠন এক্স-একাডেমিয়ান্স এসোসিয়েশন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com