আমেরিকার করোনা পরিস্থিতির উন্নতি নেই॥১দিনে আরো মৃত্যু প্রায় ২হাজার

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু || ২০২১-০১-০৫ ১৩:২৪:৩২

image

আমেরিকার করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত এক দিনে (৪ঠা জানুয়ারী) করোনার সংক্রমণে প্রাণ হারিয়েছে আরো ১হাজার ৯৮৭ জন মার্কিনী। এর ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জনে। 

  একই সময়ে নতুন করে ১ লাখ ৯০ হাজার ১৬৫ জন আমেরিকানের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে। এর পাশাপাশি গত এক দিনে ২ লাখ ৭৬ হাজার মার্কিনী সুস্থ হয়েছেন। এর ফলে সুস্থতার সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৫১২ জনে পৌঁছেছে।

  উল্লেখ্য, গত বছরের(২০২০) ২১শে জানুয়ারী আমেরিকার শিকাগো শহরের এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, ইলিনয়, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সির মতো অঙ্গরাজ্যগুলো করোনার অভিঘাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com