সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল ২৪শে মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
করোনা ভাইরাসের কারণে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহগুলো বন্ধ থাকায় দেশটির মুসল্লীরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় সময় সকাল ৫.৪৩টা হতে ৫.৫২টার মধ্যে আমিরাতের বিভিন্ন প্রদেশের অধিবাসীদের জন্য নামাজের সময় নির্ধারিত ছিল। নামাজের ১০মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা হিল্লাহু আল্লাহু আকবর) প্রচার করা হয়। ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্থান বা ঘর হতে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com