সাংবাদিক দেবাশীষের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-০৯ ১৩:০৭:৫৬

image

ডিবিসি নিউজ টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ঢাকার আয়োজনে গতকাল ৯ই জানুয়ারী দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

  মানববন্ধন চলাকালে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম, ঢাকার আহ্বায়ক জাহিদুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সভাপতি অমরেশ রায়ের সঞ্চালনায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, দৈনিক কালেরকণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ও ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ অবিলম্বে দেবাশীষ বিশ্বাসকে রাজবাড়ী জেলার কালুখালীর ব্যবসায়ী রবিউল হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী করার তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুততম সময়ের মধ্যে মামলাটির পুনঃতদন্ত করে তার নাম বাদ দেয়ার জোর দাবী জানান। 

  এছাড়াও বক্তাগণ এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com