সূবর্ণ নাগরিকের অধিকারের দাবীতে গোয়ালন্দে প্রতিবন্ধীদের মানববন্ধন

মইনুল হক মৃধা || ২০২১-০১-১০ ১৩:৩২:৫১

image

সরকার ঘোষিত ‘সুবর্ণ নাগরিক’ এর সুযোগ-সুবিধার দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রতিবন্ধীদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

  স্থানীয় ‘থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে গতকাল ১০ই জানুয়ারী বেলা ১১টার দিকে গোয়ালন্দের পৌর জামতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

  মানববন্ধন চলাকালে ঢাকা প্রতিবন্ধী ক্লাবের সভাপতি আবুল মাস্টার খোকন, থ্রী স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহীদ শেখ, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শিকদার, আশরাফ শেখ, মুক্তার হোসেন ও রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ প্রতিবন্ধীদের সরকার ঘোষিত ‘সুবর্ণ নাগরিক’ এর সুযোগ-সুবিধাসহ প্রতিবন্ধীদের সম্পর্কে কটুক্তিকারী দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম শাস্তির দাবী জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com