গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সীর দায়িত্ব গ্রহণ

মইনুল হক মৃধা || ২০২১-০১-১১ ১৪:৫০:৫৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী দায়িত্বভার গ্রহণ করেছেন।

  গতকাল ১১ই জানুয়ারী বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আমজাদ হোসেন ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী তার বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ হবে এ উপজেলার আপামর জনতার আশ্রয়স্থল। জনগণের জন্য উপজেলা পরিষদের সকল পরিষেবা নিশ্চিত করা হবে। দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে আপামর মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

  এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী উপজেলা পরিষদ কোর্ট চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া-মোনাজাত করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক এনামুল হক লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, স্বেচ্ছাসেবক লীগ নেতা হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com