পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর শুভেচ্ছা বাণী

প্রেস বিজ্ঞপ্তি || ২০২০-০৫-২৪ ১৫:১৮:৩৪

image

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার-অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল রবিবার দেওয়া বাণীতে রাজবাড়ী জেলাবাসীকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানিয়েছেন।
  বাণীতে কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলাবাসীকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট এই মহামারির ফলে এ বছর আমাদের প্রিয় মাতৃভূমিতে পবিত্র ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে। আমি জেলাবাসীর প্রতি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি। 
  তিনি আরো বলেন, পবিত্র ‘ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি। 
  আসুন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজে ভালো থাকি- পরিবার ও নিজ নিজ এলাকা ভালো রাখি- এটাই হোক এবারের ঈদে আমাদের সকলের প্রত্যাশা।’   -প্রেস বিজ্ঞপ্তি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com