করোনায় আক্রান্ত হয়ে সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-১৩ ১৪:৪৫:৪০

image

করোনায় আক্রান্ত হয়ে সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল(৫০) মারা গেছেন। 

  গতকাল ১৩ই জানুয়ারী সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকালে মরদেহ রাজবাড়ী শহরের বড়পুল এলাকার বাড়ীতে নিয়ে আসার পর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। 

  রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক প্রভাষক ও সহকারী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল সর্বশেষ সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একসময় মহিলা পরিষদ ও টিআইবি-সনাকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার স্বামী আজাদ হাসান রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। 

  মৃত্যুকালে তিনি স্বামী, ১ মেয়ে ও ২ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com