গোয়ালন্দে শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ-মন্দির কমিটির অভিষেক ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

মইনুল হক মৃধা || ২০২১-০১-১৬ ১৩:৪৩:০৪

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে শ্রীকৃষ্ণ সেবা সংঘ মঠ-মন্দির শ্রীঅঙ্গনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
  গত ১৫ই জানুয়ারী সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভাধীন বিজয় বাবুর পাড়ায় মঠ-মন্দির শ্রীঅঙ্গনে এই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী। 
  ডাঃ সুধীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি  নির্মল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি গোবিন্দ মন্ডল, পূজা উদযাপন পরিষদের গোয়ালন্দ পৌর শাখার সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোয়ালন্দ পৌর শাখার সাধারণ সম্পাদক সুজিত দাস প্রমুখ বক্তব্য রাখেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com