রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে কারাবন্দী বাচ্চু’র মনোনয়ন বৈধ

শেখ রনজু আহাম্মেদ || ২০২১-০১-১৯ ১৩:১৬:৫১

image

রাজবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে যুবদল নেতা বাবলু হত্যা মামলায় কারাবন্দী সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

  গতকাল ১৯শে জানুয়ারী দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রগুলোর যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। 

  এ সময় নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও তাদের নাম প্রস্তাবকারী-সমর্থনকারী এবং বিভিন্ন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

  রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মীর এনাম আলী বাচ্চু আইনী প্রক্রিয়া মেনে কারাগারে থেকেই তার নাম প্রস্তাবকারী ও সমর্থনকারী ২ ভাতিজা মীর ইনতেহান দোহা ও এশানুর হাসানকে দিয়ে গত ১৭ই জানুয়ারী নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন। বৈধ ঘোষিত হওয়ায় আগামী ২৭শে জানুয়ারী অন্যান্য প্রার্থীদের সাথে তার প্রতীকও বরাদ্দ দেয়া হবে এবং কারাগারে থেকেই তিনি বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনী প্রচারণার সুযোগ পাবেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com