মানি লন্ডারিং মামলায় ফরিদপুরের ২জন ইউপি চেয়ারম্যান কারাগারে

মাহবুব হোসেন পিয়াল || ২০২১-০১-১৯ ১৩:১৯:৫৪

image

অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় ফরিদপুরের ২জন ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে (কারাগারে) পাঠিয়েছে আদালত। 

  গতকাল ১৯শে জানুয়ারী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন। 

  কারাগারে যাওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন-ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম মজনু এবং একই উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা ফকির বেলায়েত হোসেন। 

  আদালত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক ঢাকার কাফরুল থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় ওই ২জন ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্ট তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com