বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

তনু সিকদার সবুজ || ২০২১-০১-২০ ১৩:৫৫:২৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ইসমত শেখ (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ঘটেছে। 
  গতকাল ২০শে জানুয়ারী সকাল ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসমত শেখ পার্শ্ববর্তী স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত আসমত শেখের ছেলে।
  বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন ইনচার্জ শংকর বিশ^াস জানান, নিহত ইসমত শেখ বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। সকালে রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com