মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর একটি টিম গত ২৩শে জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় নারীসহ ৪জন মাদকসেবীকে আটক করে।
এ সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের কাছে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেকে ৩মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্তরা হলো ঃ পতিতাপল্লীর লাবণীর বাড়ীর ভাড়াটিয়া আব্দুল হকের স্ত্রী লাবনী খাতুন(৩৬), রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী হরিরমপুর গ্রামের মৃত শহিদুল শেখের ছেলে ইসমাইল শেখ(৩২), গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে ফরিদ মোল্লা(৩৫) ও একই গ্রামের মৃত তালেব শেখের ছেলে তমজেদ শেখ(৩৩)। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com