তিন দফায় ৬ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরী চালু

আবুল হোসেন || ২০২১-০১-২৫ ১৩:১৬:৫৪

image

ঘন কুয়াশার কারণে টানা ৮ম দিনের মতো ৩দফায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে।

  ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের দিন ২৪শে জানুয়ারী দিবাগত রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ম দফায় ১ ঘণ্টা, ২য় দফায় রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত  ৪ ঘন্টা এবং ৩য় দফায় গতকাল ২৫শে জানুয়ারী সকাল  ৮টা থেকে ৯টা পর্যন্ত ১ ঘন্টাসহ মোট ৬ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনগুলোর যাত্রী ও চালক-শ্রমিকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফেরী চালু হওয়ার পর সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।   

  বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৩দফায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়। চালু হওয়ার পর পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com