রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-২৫ ১৩:১৮:১৭

image

রাজবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪শে জানুয়ারী দিনগত রাতে থানা এলাকা থেকে বিভিন্ন মামলার পলাতক ৫জন আসামী গ্রেফতার হয়েছে। 

  গ্রেফতারকৃতরা হলো ঃ জি.আর-২০৭/১৯ নং মামলার আসামী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম, জিআর-০২/২০, জিআর-২৬৭/১৯ ও জি.আর-১৫৩/১৯ নং মামলার আসামী সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ইকরাম শেখের ছেলে মিজান শেখ, সিআর-৪৭৬/২০ নং মামলার আসামী বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের লোকমান শেখের ছেলে কবির শেখ, সিআর-৯৬/১৯ নং মামলার আসামী গোয়ালন্দ মোড় এলাকার আজগর আলীর শেখের ছেলে সানাল শেখ এবং চুরি মামলার আসামী রাজবাড়ী পৌরসভাধীন সজ্জনকান্দা গ্রামের মৃত মোকারম শেখের ছেলে সম্রাট শেখ। 

  গতকাল ২৫শে জানুয়ারী গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com