পাংশা পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-২৬ ১৩:৫৬:২৮

image

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার আসন্ন নির্বাচনে দেয়ালে পোস্টার লাগানোসহ আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ জনকে ৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২৬শে জানুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ‘পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৫’ অনুযায়ী তাদেরকে এই জরিমানা করা হয়। পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার পাংশা পৌরসভা এলাকায় বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম তদারকি এবং নির্বাচন উপলক্ষে স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com