রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২১-০১-২৬ ১৩:৫৬:৫৭

image

রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিববর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৬শে জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

  প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। 

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহবুর রহমান শেখ, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) সাইফুল হুদাসহ জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com